
আরামবাগ, নিজস্ব সংবাদদাতা:- হুগলি জেলার আরামবাগ ব্লকের গৌরহাটি ১ অঞ্চলের বেউড় গ্রাম থেকে সাপড়োজোল হাই মাদ্রাসা পর্যন্ত দেড় কিলোমিটার একটি কংক্রিট পিচ রাস্তার উদ্বোধন করেন। দীর্ঘ কুড়ি বছর এই রাস্তা কোন মেরামত হয়নি। স্কুল ছাত্র ছাত্রী থেকে সাধারণ মানুষ সকলেই যাবার অসুবিধা হচ্ছিল। বাবর আলী খানের প্রচেষ্টায় দ্রুত এই রাস্তার কাজ হবে। এই রাস্তার জন্য তিনি দিদিকে বল নাম্বারে ফোন করে তা কার্যকরী হয়। এই রাস্তার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলি জেলার সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া, আরামবাগ ব্লক সহ-সভাপতি রফিক শাহ, গৌরহাটি এক অঞ্চলের অঞ্চল সভাপতি বাবর আলী খাঁ এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।












Leave a Reply