
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- ভারতের অন্যতম প্রখ্যাত আইনজ্ঞ, দানবীর ও জাতীয় কংগ্রেসের দু’বারের সভাপতি স্যার রাসবিহারী ঘোষের ১৮১তম জন্মজয়ন্তী এই প্রথমবারের মতো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে মহাসমারোহে উদযাপিত হল।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানি এ., জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত জেলাশাসক প্রতীক সিংহ ও প্রসেনজিৎ দাস, দক্ষিণ বর্ধমানের মহকুমাশাসক বুদ্ধদেব পান, উত্তর বর্ধমানের মহকুমাশাসক রাজর্ষি, তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে স্যার রাসবিহারী ঘোষের জীবন, সমাজসেবা, আইন জগতে তাঁর অবদান এবং জাতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। জন্মজয়ন্তী উপলক্ষে বিশিষ্ট সাহিত্যিক ড. রমজান আলী ও সাংবাদিক-লেখক শফিকুল ইসলামকে তাঁদের গবেষণাধর্মী গ্রন্থ ‘দুই রাসবিহারী’-র জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক আয়েশা রানি এ. বলেন, “বর্ধমানের এই গর্বিত মনীষীর অবদান আজকের প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরা প্রয়োজন। ভবিষ্যতে রাসবিহারী ঘোষ-সহ জেলার অন্যান্য কৃতী ব্যক্তিত্বদের নিয়ে আরও গবেষণা ও স্মরণমূলক কর্মসূচি গ্রহণ করবে জেলা প্রশাসন।”
জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে বর্ধমান টাউন হল থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রাসবিহারী ঘোষের ছবিসংবলিত ট্যাবলো-সহ এক পদযাত্রা বের হয়, যা জেলা শাসকের দপ্তর পর্যন্ত পৌঁছায়। পদযাত্রায় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে স্থানীয় স্তরে ঐতিহাসিক ব্যক্তিত্বদের স্মৃতি সংরক্ষণ ও ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ বার্তা দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।












Leave a Reply