পূর্ব বর্ধমানে বার্ষিক শীতকালীন চক্র ক্রীড়া প্রতিযোগিতা।।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা: বুধবার, ২৪শে ডিসেম্বর কাটোয়া পূর্ব চক্রের উদ্যোগে ও সিঙ্গি অঞ্চলের সহযোগিতায় বার্ষিক শীতকালীন চক্র ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মেঝিয়ারী সতীশচন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের মাঠে। প্রতিযোগিতায় কাটোয়া পূর্ব চক্রের ৮৭টি প্রাইমারী স্কুল ও ১০টি শিশু শিক্ষা কেন্দ্রের প্রায় ৪৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
উপস্থিত ছিলেন কাটোয়া বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিডিও সঞ্জয় প্রধান, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, শিক্ষা ও পূর্ত কর্মাধ্যক্ষরা। ইভেন্টে হাই জাম্প, আলু দৌড়সহ ৩৪টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয় এবং চারাগাছ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *