পূর্ব বর্ধমানে ২৫তম খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব, গ্রামীণ ঐতিহ্যে মৎস্যচাষের বার্তা।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী–১ ব্লকের কোবলার বাঁশদহ ও চাঁদের বিলের পাড়ে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে ২৫তম খাল-বিল পিঠেপুলি ও প্রাণী পালন উৎসব। খাল-বিল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় দীর্ঘ পঁচিশ বছরের ঐতিহ্য বহনকারী এই উৎসব গ্রামীণ সংস্কৃতি, লোকজ খাদ্যাভ্যাস ও জীবিকাভিত্তিক কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ মিলনক্ষেত্র হিসেবে পরিচিত।
এবছর উৎসবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে খাল-বিল ও জলাশয় সংরক্ষণ, মৎস্যচাষের উন্নয়ন এবং মৎস্যজীবীদের আর্থিক স্বাবলম্বিতার ওপর। বিশেষভাবে আলোচনায় থাকছে পেন কালচার পদ্ধতিতে মাছচাষ, যার মাধ্যমে জলাশয়গুলিকে আরও কার্যকরভাবে ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, প্রায় ২৫ বছর আগে এই উৎসবের সূচনালগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাল-বিল ও জলাশয় সংরক্ষণের বার্তা দিয়ে উৎসবের জন্য একটি স্বরচিত কবিতা উপহার দিয়েছিলেন—
“খাল-বিল আর জলাশয়ে ভরা রূপসী বাংলা কন্যা,
ওদের সবাই যত্ন করো, ওরা আমাদের অনন্যা।”
উৎসবকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে কালনা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন উৎসবের প্রধান উদ্যোক্তা ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি জানান, এই উৎসব শুধুমাত্র পিঠেপুলি বা লোকসংস্কৃতির প্রদর্শনী নয়, বরং গ্রামীণ অর্থনীতির বিকাশ, মৎস্যচাষ এবং প্রাণী পালনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
এদিন বিকেলেই উৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পূর্বস্থলী–১ ব্লকের বড় কোবলা এলাকায়। শোভাযাত্রাটি সমুদ্রগড় পঞ্চায়েতের সাধুর আশ্রম থেকে শুরু হয়ে বড় কোবলা কচুরিপানা শিল্প পর্যন্ত যায়। গ্রামীণ লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যের নানা রঙে সাজানো এই শোভাযাত্রায় অংশ নেন বহু মানুষ।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, জেলা পরিষদের সদস্য অপর্ণা মুন্সি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *