
দিঘা-পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীঘায় বেড়াতে এসে সমস্যায় পড়লে আর চিন্তা নয় জেলা পুলিশের তরফে চালু হলো বিশেষ হেল্পলাইন নম্বর।
পূর্ব মেদিনীপুর জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দীঘায় আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হলো গুরুত্বপূর্ণ উদ্যোগ। দীঘায় বেড়াতে এসে যদি কোনও ধরনের সমস্যা, হয়রানি, প্রতারণা, হারিয়ে যাওয়া, আইনশৃঙ্খলা সংক্রান্ত অসুবিধা বা জরুরি পরিস্থিতি তৈরি হয়, তাহলে পর্যটকরা সরাসরি যোগাযোগ করতে পারবেন জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বরে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, পর্যটকদের দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ নম্বর চালু করা হয়েছে। ফোন পেলেই সংশ্লিষ্ট থানা ও পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
দীঘায় ভ্রমণে এসে যে কোনও সমস্যায় পড়লে দেরি না করে কল করুন— ৭০৪৭৯৮৯৮০০ এই ফোন নম্বরে।
জেলা পুলিশের বিশেষ হেল্পলাইন নম্বরে।
নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণের বার্তা দিয়েই জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন পর্যটক ও পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা।












Leave a Reply