
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:-সারা ভারত কৃষকসভা পূর্বস্থলী ১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে ছ দফা দাবি নিয়ে পূর্বস্থলী ১ নম্বর ব্লক অফিস অভিযান। এদিন শুক্রবার দুপুরে সরকারি সহায়ক মরলে কৃষকের ধান কিনতে হবে এবং তার বরাদ্দ বৃদ্ধি করতে হবে, ফড়েদের দৌরাত্ম বন্ধ করে কৃষকদের থেকে ধান কিনতে হবে, ঢলতা প্রথা বন্ধ করতে হবে, ১০০ দিনের কাজ চালু করতে হবে, টোটো রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের উপর যে বোঝা চাপিয়ে দেয়া হয়েছে তা কমাতে হবে। এই সমস্ত দাবিসহ মোট ছয় দফা দাবিতে এদিন শুক্রবার ডেপুটেশন দেন তারা। তার আগে ব্লক অফিসের সামনে একটি বিক্ষোভ সভার পর ভিডিওর সাথে দেখা করে তারা এই ডেপুটেশনটি জমা দেন। বিডিও থেকেও আশ্বাস পেয়ে তারা খুশি।












Leave a Reply