
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বালাজি এগ্রো প্রটেক থেকে প্রায় ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ অর্থাৎ খাস চাল বোঝাই আস্ত একটি লরি। বড়োসড় চক্র কে ধরতে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে তদন্ত শুরু করেছে মাধবডিহি থানার পুলিশ।
জানা গেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজী এগ্রো প্রোডাক্টস রাইস মিল যেটা বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পাশেই অবস্থিত। সেই রাইস মিলে পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্ট থেকে পাঠানো একটি লরিতে
গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় প্রায় ২৫ টন গোবিন্দভোগ চাল বোঝাই করা হয়।
কিন্তু ২২ ডিসেম্বরের পর লরির চালক এবং মালিকের সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। সন্দেহ হওয়ায় গাড়ির নম্বর ধরে খোঁজ চালানো হলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, উক্ত লরির নম্বরটি ভুয়ো এবং গাড়ির মালিকানার তথ্যও সম্পূর্ণ ফেক। অর্থাৎ গাড়িতে ভুয়ো নাম্বার প্লেন লাগিয়ে নিয়ে আসা হয়েছিল। এরপরই বিষয়টি জানানো হয় মাধবদিহি থানায় ঘটনায় তদন্ত শুরু করেছে থানার পুলিশ রাইস মিল কর্তৃপক্ষের দাবি এটি একটি বড়সড় চক্রের কাজ এবং একেবারে আগে থেকে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে।












Leave a Reply