ঘাটাল মহাকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-২ ব্লকের চাঁইপাট স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো ঘাটাল মহাকুমা স্তরীয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫। এই প্রতিযোগিতায় ঘাটাল মহাকুমার মোট ১১টি চক্র থেকে আগত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
দিনভর চলা এই প্রতিযোগিতাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মাঠজুড়ে ছিল ক্রীড়া ও সংস্কৃতির মিলনমেলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিংলার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। অনুষ্ঠানের উদ্বোধন করেন দাসপুরের বিধায়িকা মমতা ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকদের মতে, এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক বিকাশ ও পারস্পরিক সৌহার্দ্য গড়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *