
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গড়বেতায় পুরস্কার বিতরণী সভা এনলেস লার্নিং একাডেমির মেধা অন্বেষণ এর লক্ষ্যে ‘ টু সার্চ ইওর ট্যালেন্ট ‘ অভিক্ষার পুরস্কার বিতরণী সভা হলো হাই ফাই টাওয়ারে।সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ সুভাষ চট্টোপাধ্যায়,প্রধান অতিথি ধনঞ্জয় পান, অলোক মন্ডল, ফাল্গুনী রায়, হরিশংকর জানা সহ শতাধিক শিক্ষার্থী – শিক্ষক এই সভায় উপস্থিত ছিলেন।অভিভাবক – অভিভাবিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।সংস্থার কর্ণধার স্বপন রায় বলেন শতাধিক সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়,আর্থিক সাহায্যও করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক অনির্বাণ চট্টোপাধ্যায়।












Leave a Reply