রায়না–২ ব্লকে মোমরেজপুর পীরমালা ২০২৫–২৬-এর উদ্বোধন, শীতবস্ত্র পেয়ে খুশি উপভোক্তারা।

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- ৩১ শে ডিসেম্বর বুধবার পূর্ব বর্ধমান জেলার রায়না দুই ব্লকে মোমরেজপুর পীরমালা ২০২৫-২৬ অভিনব উদ্যোগের উদ্বোধন হয়েছে। ফিতে কাটিয়ে অনুষ্ঠানের শুরু করেন বিশিষ্ট ব্যক্তিত্ব গীতা এলএলবি পদ্মা।
মঞ্চে উপস্থিত ছিলেন মাধবডিহী থানার মেজবাবু এবং বিশেষ সাংবাদিক ও সাহিত্যিক দুলালদা।
এই উদ্বোধনের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের কল্যাণমূলক কার্যক্রম নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।
এই শীতে অসহায় দিকে শীতের বস্ত্র দেয়া হয়, এইরকম শীতে বস্ত্র পেয়ে কি বলছেন বেনি ফিসারিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *