
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ইডি তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক দফতরে যাওয়াকে ‘অসংবিধানিক’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।
শুভেন্দু অধিকারী বলেন, “আমার বাড়িতে সিআইডি তিনবার পাঠানো হয়েছে। আমি কি আটকেছি? নন্দীগ্রামে আমাদের পার্টি অফিস তছনছ করা হয়েছে, আমরা কিচ্ছু বলিনি।” তাঁর অভিযোগ, বিরোধীদের ক্ষেত্রে প্রশাসনিক ও তদন্তকারী সংস্থার ব্যবহার স্বাভাবিক বলে মানা হলেও, মুখ্যমন্ত্রী নিজে ইডি তল্লাশির সময় সেখানে গিয়ে চাপ সৃষ্টি করছেন।
তিনি আরও বলেন, “কোনও তদন্তকারী সংস্থার কাজ চলাকালীন মুখ্যমন্ত্রীর সেখানে উপস্থিত হওয়া সম্পূর্ণ অসাংবিধানিক। এটা তদন্ত প্রক্রিয়ায় হস্তক্ষেপের শামিল।” শুভেন্দুর দাবি, এই ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখা উচিত।
এদিন দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় বলেন, শাসকদল নিয়মের ঊর্ধ্বে নিজেকে ভাবছে। অথচ বিরোধীদের ক্ষেত্রে একই ধরনের ঘটনায় কোনও সহানুভূতি দেখানো হয় না।
এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Leave a Reply