
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার সল্টলেকে আই-প্যাক (I-PAC) দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তল্লাশি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার মেছেদায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি মেছেদা সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মেছেদা বাজার পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
পথসভায় তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, “ভোট এলেই ইডি ও সিবিআই সক্রিয় হয়ে ওঠে। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শদাতা সংস্থা হিসেবে আই-প্যাক কাজ করছিল। সেই কারণেই পরিকল্পিতভাবে তাদের অফিসে হানা দিয়ে তাণ্ডব চালানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ ফাইলপত্র চুরি করা হয়েছে।”
তিনি আরও বলেন, “এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজের জবাব মানুষ আগামী বিধানসভা নির্বাচনে দেবে। ইডি-সিবিআইয়ের অপব্যবহারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে প্রতিবাদ জানাবে, তখন আপনারাই বুঝবেন।”
মিছিলে তৃণমূল কংগ্রেসের বহু কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। গোটা এলাকাজুড়ে স্লোগান ও বিক্ষোভে সরব হয়ে ওঠে রাজনৈতিক পরিবেশ।












Leave a Reply