রসকুণ্ডুতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল, পথে নামলেন কয়েক হাজার কর্মী-সমর্থক।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ID-এর তল্লাশি অভিযানে তৃণমূল কংগ্রেসের দলীয় নথি সংগ্রহের অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হলো তৃণমূল কংগ্রেস। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা–৩ ব্লকের ১ নম্বর অঞ্চলের রসকুণ্ডু এলাকায় এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।
অঞ্চল তৃণমূল কংগ্রেসের SC ও OBC সেলের ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে কয়েক হাজার তৃণমূল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি গোটা এলাকা পরিক্রমা করে শেষে একটি প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নির্মল ঘোষ, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের SC ও OBC সেলের সভাপতি কৃষ্ণেন্দু বিষই, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন শ্যামল বিদ্যা, দেব কুমার দে, অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুমন নন্দী সহ ব্লক ও অঞ্চলের একাধিক নেতাকর্মী।
বক্তারা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে বিরোধী দলকে হেনস্তা করার চেষ্টা করছে। এই ধরনের ঘটনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাবে বলে সভা থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *