রাত পোহালেই করণদিঘীতে দশসরী বোগিয়া মেলা, ভাওয়াইয়া-পাবণে মাতবে মিরদিঘী।

করণদিঘী, নিজস্ব সংবাদদাতা:- রাত পোহালেই রাজবংশী গাভুর সংঘের ব্যবস্থাপনায় করণদিঘী ব্লকের টুঙ্গিদিঘী অঞ্চলের মিরদিঘীতে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী দশসরী বোগিয়া মেলা। প্রতি বছরের মতো এবারও ডাকঢোল পিটিয়ে ও জাগরণ যাত্রার মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হবে। মেলাকে ঘিরে ইতিমধ্যেই করণদিঘী ব্লকের বিভিন্ন এলাকায় উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ার মতো।
মিরদিঘীর লেবুর মিল খামার প্রাঙ্গণে বসতে চলেছে নবমতম করণদিঘী ব্লক দশসরী বোগিয়া ভাওয়াইয়া পাবণ ও উৎসব। আয়োজক কমিটির কো-অর্ডিনেটর আনন্দ সিংহ জানান, বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে এই উৎসবের শুভ উদ্বোধন হবে। আগামী দু’দিন, অর্থাৎ ১৫ ও ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান ও মেলা।
চিরাচরিত লোকসংস্কৃতিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের অনুষ্ঠানসূচি। ভাওয়াইয়া গান, খণ গান, নতুয়া নাচ, বয়রাতি নাচ, গুয়ালিনি নাচ সহ নানা লোকনৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা থাকছে এই উৎসবে। পাশাপাশি বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে বিশেষ আকর্ষণ তৈরি হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা এবং আসাম থেকে আগত নামী শিল্পীরা ভাওয়াইয়া গান ও নৃত্য পরিবেশন করবেন।
নাচ-গানের পাশাপাশি মেলায় থাকছে দেশি খাবারের স্টল, কেনাকাটার বিভিন্ন দোকান ও গ্রামীণ পণ্যের সম্ভার। আয়োজকদের মতে, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া, রাজবংশী সংস্কৃতি ও ভাওয়াইয়া লোকশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং একটি সুস্থ, নেশামুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া।
প্রসঙ্গত, প্রতিবছর মাঘ মাসের প্রথম দিন থেকেই এই দশসরী বোগিয়া উৎসবের সূচনা হয়। রাজবংশী গাভুর সংঘ ও করণদিঘী ব্লক দশসরী বোগিয়া ভাওয়াইয়া পাবণ ও উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। ধীরে ধীরে এই মেলা উত্তর দিনাজপুর জেলার সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে বলেই মনে করছেন আয়োজক ও দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *