ফেক কল সেন্টারের পর্দা ফাঁস, চণ্ডীতলায় পুলিশি অভিযানে গ্রেফতার ৭।

চণ্ডীতলা, নিজস্ব সংবাদদাতা:- চণ্ডীতলায় ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যাবেলা চণ্ডীতলা থানার পুলিশ আইয়া বাঁধপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে সাতজনকে গ্রেফতার করে। এই অভিযানে বিপুল পরিমাণ ডিজিটাল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই বাড়ি থেকে ৫টি ল্যাপটপ, ২৯টি মোবাইল ফোন, একাধিক পাসবই ও চেকবই, বিপুল সংখ্যক সিম কার্ড, ওয়েব ক্যামেরা, সিসিটিভি সরঞ্জাম সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
গ্রেফতার হওয়া সাতজনের মধ্যে তিনজন নেপালের বাসিন্দা, দু’জন ঝাড়খণ্ড এবং দু’জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিভিন্ন অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ও ভুয়ো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।
এই ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় একটি নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের বুধবার আদালতে তোলা হলে মহামান্য আদালত তাদের ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত এখনও চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *