গভীর রাতে হাতির তাণ্ডব, আমকাদলা সহ বেশ কয়েকটি গ্রামে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির আলু,ক্ষোভ বাড়ছে বনদপ্তরের উপর।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের আমকাদলা,মঙ্গলপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালায় ১৯ থেকে ২০টি হাতির একটি বড় দল,এই তান্ডবের ফলে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১০ থেকে ১২ বিঘা জমির আলু।শুক্রবার সকালে এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে। পাশাপাশি বনদপ্তরের উপর অসহযোগিতার অভিযোগ তুলছে স্থানীয়রা। কার্যত ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। বর্তমানে হাতি গুলি কিয়ামাচার জঙ্গলে প্রবেশ করেছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে। বনদপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *