
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিকেলে হঠাৎই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের বাঁধগড়ার জঙ্গলে বেরিয়ে তান্ডব চালালো দলছুট একটি দাঁতাল হাতি,অবশেষে JCB দিয়ে ফের জঙ্গলে ফেরালো বনদপ্তর। আর এই দৃশ্য দেখতে কার্যত ভিড় জমিয়েছে এলাকার মানুষজন। এই দিন এমনটাই ছবি ধরা পরল,প্রসঙ্গত এই দিন সকালে সিদাডিহি বিটে প্রবেশ করেছে ১৫ থেকে ২০টি হাতির একটি বড় দল বলে আগেভাগেই সতর্কতা জারি করেছিল বনদপ্তর।












Leave a Reply