
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের ১২ নম্বর খড়্কুশমা অঞ্চলের লোধা এলাকায় স্বামী দেবানন্দ মহারাজের আশ্রমে বার্ষিক মিলন উৎসবের আয়োজন করা হয় রবিবার। জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বহু জেলা থেকে বহুভক্ত শামিল হয়েছে এই মিলন উৎসবে। এই দিন এই মিলন উৎসবে উপস্থিত ছিলেন স্বামী দেবানন্দ মহারাজ সহ আশ্রমের সেবকরা। এই দিন এই উৎসব উপলক্ষে দুপুরে অন্ন ভোগের আয়োজন করা হয় আশ্রমের পক্ষ থেকে।












Leave a Reply