
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- পরিযায়ী শ্রমিকের মৃত্যু কে কেন্দ্র করে গত শুক্রবার ১৬ ই জানুয়ারি মুর্শিদাবাদের বেলডাঙায় সৃষ্টি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি, পথ অবরোধ থেকে রেল অবরোধ, পরিস্থিতি হয়ে ওঠে উত্তাল আর সেই খবর করতে গিয়ে আক্রান্ত হন সাংবাদিক এবং সংবাদ কর্মি। আর এই ঘটনার প্রতিবাদে কাঁচরাপাড়ায় ধিক্কার মিছিল ব্যারাকপুর মহকুমা তথা বীজপুরের সাংবাদিক এবং সংবাদ কর্মিদের। মঙ্গলবার ২০ ই জানুয়ারি কাঁচরাপাড়া গান্ধীমোড় থেকে কাঁচরাপাড়া স্টেশন রোড হয়ে কাঁচরাপাড়া কলেজ মোড় পর্যন্ত বীজপুর সংবাদ কর্মী ও সাংবাদিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হয় এই ধিক্কার মিছিল। প্রতিবাদী স্লোগান ধ্বনিত হয় কাঁচরাপাড়ার রাজপথে। মিছিল শেষে পথসভা থেকে সাংবাদিকতার গুরুত্ব এবং সংবাদ কর্মীদের কথা মানুষের কাছে তুলে ধরেন বিশিষ্ট সাংবাদিকরা। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বীজপুর তথা ব্যারাকপুরের বিশিষ্ট সাংবাদিক ধৃতরাষ্ট্র দত্ত, তমাল সাহা, স্বপন কুমার দাস, দেবাশিস রায় সহ বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদ পত্রিকার সংবাদিক এবং সংবাদ কর্মীরা।












Leave a Reply