
বীরভূম-রাজনগর, নিজস্ব সংবাদদাতা:-১৮ জানুয়ারী রবিবার বিকেলে বীরভূম জেলা রাজনগর গাংমুড়িতে প্রয়াত প্রবীণ সিপিআই(এম) নেতা তথা কৃষক আন্দোলনের বিশিষ্ট নেতা ও সংগঠক গুরুপদ স্বর্ণকারের স্মরণসভার আয়োজন করা হয়৷ সিপিআই(এম) রাজনগর এরিয়া কমিটির পক্ষ থেকে এইরূপ আয়োজন৷ উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য ডাক্তার রামচন্দ্র ডোম, সিপিআই(এম) বীরভূম জেলা কমিটির সম্পাদক গৌতম ঘোষ,কবিতা রায়, সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউড়ী, জেলা কমিটির সদস্য শুকদেব বাগ্দী,প্রবীণ নেতা কালো কোড়া, গুরুপদ বাবুর কন্যা কৃষ্ণা স্বর্ণকার, রাজনগর এরিয়া কমিটির সম্পাদক উত্তম মিস্ত্রি, সন্তোষ কর্মকার প্রমুখ৷ প্রতিকৃতিতে মাল্যদান, শ্রদ্ধা জ্ঞাপন, নীরবতা পালন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন শুকদেব বাগ্দী৷ শোক প্রস্তাব পাঠ করেন উত্তম মিস্ত্রি৷ প্রয়াত সিপিআইএম নেতা গুরুপদ বাবুর অতীতের আন্দোলন, গরিব মানুষদের জন্য তাঁর আত্মত্যাগ, চিন্তাভাবনা, পরিকল্পনা, সাংগঠনিক, সামাজিক ও সেবা মূলক কাজকর্ম প্রভৃতি বিষয়ে আলোকপাত করেন বক্তারা৷ মিডিয়ার সামনে প্রতিক্রিয়া জানান প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম৷ উপস্থিত সকলকে জলযোগে আপ্যায়িত করা হয়৷












Leave a Reply