
হুগলি, নিজস্ব সংবাদদাতা:- মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন এর মধ্যদিয়ে ,জনতা দল ইউনাইটেড, পশ্চিম বঙ্গ রাজ্য ইউনিট, রাজ্য ব্যাপি নীতীশ মডেলের প্রচার ও সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করে।
প্রধান অনুষ্ঠান টি হয় হুগলী জেলার ও বর্ধমান জেলার তিনটি বিধানসভা ,জামালপুর,ধনিয়াখালি,ও তারকেশ্বর বিধানসভা কে নিয়ে,স্থান বল্লাভিপুর।

প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জনতা দল ইউনাইটেড এর নেতা প্রাক্তন রাজ্য সভাপতি, অশোক দাস,। সহ দুইজেলার নেতৃবৃন্দ, শিব চন্দ্র পাঁজা,ঋষি পুরকাইত,ঋষি ঘোষাল,বাসুদেব মুদি,শান্তি দাস, পারুল গুছাইত, হারাধন গুছাইত, উৎপল ঘোষাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সকলে সদস্য পত্র নবীকরণ করাণ ।২০২৫ -২০২৮ পর্যন্ত।
নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন জেডিইউ বরিষ্ট রাজ্য নেতা অশোক দাস সহ সকল জেডিইউ নেত্রীবৃন্দ ।












Leave a Reply