
মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- বাঙালির নাগরিকত্ব ও সর্বজনীন ভোটাধিকার রক্ষার দাবিতে SIR (Special Intensive Revision) হিয়ারিং অবিলম্বে বন্ধ করা এবং NRC সম্পূর্ণভাবে বাতিলের দাবিতে আগামী ২৭শে জানুয়ারি, মঙ্গলবার মুর্শিদাবাদ জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই বন্ধ পালনের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের বক্তব্য, তথাকথিত SIR প্রক্রিয়ার নামে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে। এর মাধ্যমে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করা হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর পরিপন্থী। তাই বাঙালির নাগরিক অধিকার ও সাংবিধানিক ভোটাধিকার রক্ষার স্বার্থে এই প্রতিবাদ কর্মসূচি অত্যন্ত জরুরি।
এই বন্ধকে সফল করার জন্য মুর্শিদাবাদ জেলার সমস্ত গণতান্ত্রিক সংগঠনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজক সংগঠনগুলির দাবি, NRC ও SIR—উভয়ই অবিলম্বে বাতিল করতে হবে এবং সাধারণ নাগরিকদের অযথা হেনস্থা বন্ধ করতে হবে।
উল্লেখ্য, এই বন্ধের আহ্বানে সামিল হয়েছে একাধিক সংগঠন। তাদের মধ্যে রয়েছে—
SIR–NRC বিরোধী সংগ্রাম, জন বিকাশ মঞ্চ, জলঙ্গী নাগরিক মঞ্চ, টুকটুকি চালক একতা মঞ্চ, ওবিসি সংরক্ষণ অধিকার রক্ষা মঞ্চ, ভাগানগোলা রানিতলা নাগরিক মঞ্চ, মুর্শিদাবাদ সংযুক্ত নাগরিক মঞ্চ, বাংলার কৃষক শক্তি, আমরা মুর্শিদাবাদী সহ আরও বহু গণসংগঠন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বন্ধ শান্তিপূর্ণভাবে পালিত হবে এবং সাধারণ মানুষের অধিকার রক্ষাই এই আন্দোলনের মূল লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেছেন, সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে সমর্থন জানিয়ে গণতান্ত্রিক প্রতিবাদে সামিল হবেন।
সবাইকে ২৭ জানুয়ারি সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধ সফল করার আহ্বান জানানো হয়েছে।












Leave a Reply