
উত্তর দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- ঘটনাটি করণদিঘী থানার অন্তর্গত বুড়িহান, ৩৪ নম্বর জাতীয় সড়কের। স্থানীয় সূত্রে জানা গেছে, টোটো চালক আব্দুল বারিক দোমোহনা থেকে রসাখোয়ার দিকে আসছিলেন। বুড়িহান এলাকায় হঠাৎ একটি শিশু রাস্তা পার হতে এলে তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটো চালকের মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ আহত টোটো চালককে উদ্ধার করে রসাখোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন। আহত টোটো চালকের বয়স আনুমানিক ৩৮ বছর। তার বাড়ি রুদেল ভাঙ্গা ব্রিজ এলাকায় বলে জানা গেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।












Leave a Reply