
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের,গুরুতর আহত অপর একজন,রবিবার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম করিম মোল্লা, বয়স আনুমানিক ১৮ বছর,গুরুতর আহত ব্যক্তির নাম বাবলু মোল্লা,দুইজনের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। সূত্রে জানা গিয়েছে এই দুইজন কেশপুর এলাকায় ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রির কাজ করতে এসেছিলেন। এই দিন সকালে চা খেয়ে কেশপুর বাইপাসের রাজ্য সড়ক ধরে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় পিছন থেকে একটি দ্রুত গতিতে প্রাইভেট গাড়ি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হয় দুইজন। দুইজনকে কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসক। ইতিমধ্যেই ওই গাড়িটির খোঁজ চালানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই সেই ভয়াবহ চিত্র উঠে এসেছে সিসিটিভি ক্যামেরায়।












Leave a Reply