নিজস্ব সংবাদদাতা, মালদা:- জমি বিবাদ নিয়ে রক্তারক্তি। উভয়পক্ষের যখম চার। মালদার চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের ঘটনা। ঘটনায় উভয়পক্ষের চারজন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।
চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার চাচোলের না গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের বাসিন্দা আবেদ আলী তার ভাগে পাওয়া বসতভিটে মাটি ছেলে বাড়ি করার সিদ্ধান্ত নেই। এই কথা তার ভাইদের কে জানালে বড় ভাই দিল মোহাম্মদের ছেলেরা তা বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। কথা কাটাকাটির পর বিবাদ চরমে ওঠে, সে সময় ধারালো অস্ত্র দিয়ে আবেদ আলীর ছেলে বেলালের উপর হামলা চালায় দিল মোহাম্মদের ছেলে ইমরান, দাউদ হুমায়ুন রা বলে অভিযোগ। দুই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। ঘটনায় আহত হয় উভয় পক্ষের চারজন। তরি ঘড়ি চারজনকে প্রথমে মালতিপুর গ্রামীণ হাসপাতাল পরে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানেই চারজন ভর্তি রয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন বেলাল আলী। এই ঘটনার পর চাঁচোল থানায় অভিযুক্ত ইমরান, দাউদ হুমায়ুনদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন আবেদ আলীর পরিবার। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে চাঁচল থানার পুলিশ সুকুমার ঘোষ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শুরু শুরু হয়েছে।












Leave a Reply