নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ ১২ই ডিসেম্বর নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা শাখার বার্ষিক পর্যালোচনা সভা অনিলাদেবী ভবনে শতাধিক সদস‍্য,সদস‍্যাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল।
পেশাগত ও শিক্ষাগত বিষয় এবং সার্বিক শিক্ষার উন্নয়নের লক্ষ‍্যে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অগ্রনী ভূমিকা গ্রহণ করে এসেছে।
পঞ্চম থেকে অষ্টম শ্রেণির শ্রেণিকক্ষে পঠনপাঠন চালুকরা, ছাত্রছাত্রীদের লেখাপড়ার যে ক্ষতি হয়েছে তা পূরণ করার লক্ষ‍্যে পরিকল্পনা গ্রহন, মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি,স্কুল ছুট বন্ধ করা,শিশুশ্রম বন্ধ করা,স্বচ্ছতার সাথে শিক্ষক -শিক্ষাকর্মী নিয়োগ, উৎসশ্রী বদলির জটিলতা দূর করে স্বচ্ছতার সঙ্গে সকলকে সমান সুযোগ দেওয়া,অবসরের দিনেই পেনশন প্রদান, এরিয়ার,পে ফিক্সেশনসহ অন‍্যান‍্য বকেয়া প্রদান, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে টালবাহানা বন্ধ করা,
কেন্দ্রীয়হারে মহার্ঘভাতাপ্রদান,ইত‍্যাদি বিষয় নিয়ে তিনটি মহকুমা থেকে ১১জন আলোচনা করেন।
উদ্বোধন করেন সাধারন সম্পাদক সুকুমার পাইন।
সুকুমার বাবু নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ১০১ বছরেরর ঐতিহ্য স্মরণ করিয়ে শিক্ষাক্ষেত্রে যে দিশাহীন অবস্থা চলছে তা মোকাবিলা করার লক্ষ‍্যে সদস‍্যদের আহ্বান জানান।শিক্ষার উন্নয়নে সমিতিকে ইতিবাচক ভূমিকা গ্রহন করার কথা বলেন।পেশাগত ক্ষেত্রেও আমলাতান্ত্রিক জটিলতার জন‍্য শিক্ষক -শিক্ষাকর্মীদের হয়রানি হতে হচ্ছে। সেক্ষেত্রেও প্রয়োজনে ব‍্যাপক আন্দোলনের ডাক দেন।
প্রতিবেদন পেশ করেন জেলা সম্পাদক অস্মিতা দাশগুপ্ত।সভা পরিচালনা করেন সহসভাপতি সঞ্জীব সমাদ্দার ও দেবকান্তি মহান্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *