চাঁচলে আগুনে পুড়লো বীরপুরুষের বাড়ি,ঠাঁই খোলা আকাশের নীচে।

চাঁচল,২০ ডিসেম্বর,২০ ডিসেম্বর: রবিবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো বীরপুরুষ সঞ্জয় রবিদাসের বাড়ি।তার সাথে আরোও দুটো পরিবারের বাড়ি ভস্মীভূত হয়েছে বলে খবর।জানা যায়,রবিবার গভীর রাতে অগ্নিকান্ডটি ঘটেছে মালদহের চাঁচল ১নং ব্লকের কনুয়া গ্রামে।আগুনে কেউ হাতাহত না হলেও আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ‍্যে গ্রাস করে নেয় তিনটি পরিবারের ঘর।তবে কিভাবে এই অগ্নিকান্ডের সূত্রপাত তা স্পষ্ট নেই কারোও কাছে। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগালেও তা নিয়ন্ত্রণ করতে পারেননি।খবর দেওয়া হয় দমকল অফিসে।চাঁচল থেকে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।ঘন্টা খানেকের মধ‍্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।

উল্লেখ্য বছর দুয়েক আগে জুতো সেলাই করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে তাক লাগিয়েছিলেন কনুয়ার সঞ্জয় রবিদাস।
এমনকি ২০২০ সালে মুখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায় তাকে বীরপুরুষ সম্মানে ভূষিত করেছেন।এখন সঞ্জয় কলকাতায় পাঠরত।সেই সঞ্জয় রবিদাসের বাড়ি ও যত্নে রাখা জুতো সেলাই এর সরঞ্জাম এবং
বাড়িতে মজুত ধান,চাল,আসবাপত্র সবটাই পুড়ে ছাই হয়ে যায়।তার পরিবারের সদস্যরা পলিথিন টাঙিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *