নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পৌর নির্বাচনকে কেন্দ্র করছে অবাধে ছাপ্পা ভোট ও রেগিং করার অভিযোগে সিপিআইএমের পথ অবরোধ রানাঘাটে। প্রথমদিকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রবিবার বিকেলে প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে নদীয়ার রানাঘাট পৌরসভার ১০, ১১ ও ১৭ নম্বর বুথে অবাধে ছাপ্পা ভোট ও রেগিং চালানোর অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। মূলত তারই প্রতিবাদে এই দিন সন্ধ্যায় রি-পোলের দাবিতে রানাঘাট কোর্ট মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে সিপিআইএম কর্মী সমর্থকরা। পথ অবরোধের কারণে স্বাভাবিকভাবেই ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহরতলীতে।
পৌর নির্বাচনকে কেন্দ্র করছে অবাধে ছাপ্পা ভোট ও রেগিং করার অভিযোগে সিপিআইএমের পথ অবরোধ রানাঘাটে।

Leave a Reply