ক্যানিংয়ে শুরু হল বসন্ত উৎসব।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং –ক্যানিং মহকুমায় সর্বপ্রথম বসন্ত উৎসব শুরু হল বুধবার সন্ধ্যায়।ক্যানিং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বসন্ত উৎসবের সূচনা করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য সুশীল সরদার,ক্যানিং ১ ব্লক যুব তৃণমূল সভাপতি অরিত্র বোস,ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অনিমা মিস্ত্রী সহ অন্যান্যরা। এদিন ক্যানিং স্পোর্টস কমপ্লেক্স ময়দানে রাজকীয় পরিবেশে বসন্ত উৎসবে মেতে ওঠেন ক্যানিং মহকুমার হাজার হাজার মহিলা পুরুষ।বিভিন্ন রঙে আবির এবং আলোক সজ্জায় রঙীন হয়ে ওঠে স্পোর্টস কমপ্লেক্স ময়দান।
বিধায়ক পরেশরাম দাস বলেন ‘দীর্ঘ প্রায় দুবছর কোভিড পরিস্থির জন্য বসন্ত উৎসব বন্ধ ছিল। এছাড়াও বসন্ত উৎসব মানে কবিগুরু রবীন্দ্র নাথ এর শান্তি নিকেতনের কথা মনে পড়ে। প্রত্যন্ত সুন্দরবন সহ ক্যানিং মহকুমার মানুষ চিরাচরিত সেই আন্তর্জাতিক বসন্ত উৎসব ঠিক ভাবে উপভোগ করতে পারেন না। সেই সমস্ত মানুষজন যাতে করে বসন্ত উৎসবে রঙীন আবির মেখে বসন্ত উৎসবে মেতে ওঠেন তার জন্য এই সর্বপ্রথম বসন্ত উৎসবের আয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *