পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- BSNL যাতে বেসরকারীকরণ না হয় এবং সেই সঙ্গে কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া পূরণ করার দাবিতে আগামী ২৮ এবং ২৯ শে মার্চ দুদিনব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার জন্য মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এক মিছিলের আয়োজন করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সেক্টরের ফেডারেশন গুলির যৌথ মঞ্চ।তাদের দাবি অবিলম্বে এই বেসরকারীকরণ বন্ধ করতে হবে।সেই সঙ্গে কর্মীদের ন্যায্য দাবিদাওয়া বকেয়া বেতন দিতে হবে।এ ছাড়াও বিএসএনএলকে ফাইভ জি র আওতায় ভুক্ত আনতে হবে।ছাঁটাই কর্মচারীদের পুনরায় বহাল করে তাঁদের বকেয়া বেতন পরিশোধ করতে হবে।ক্যাজুয়াল কর্মচারীদের সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন দিতে হবে।বিএসএনএলের টাওয়ার এবং অপটিক ফাইবার বিক্রির সিদ্ধান্ত বাতিল করতে হবে।প্রভৃতি নানাবিধ দাবিদাওয়া নিয়ে আজ খড়্গপুর বাজারে একটি মিছিল এবং বিএসএনএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সেক্টরের ফেডারেশন গুলির যৌথ মঞ্চ।সেইসঙ্গে আগামী ২৮ এবং ২৯ শে মার্চ দুদিনব্যাপী সর্বভারতীয় সাধারণ ধর্মঘট সফল করার জন্য আহ্বান জানান তাঁরা।
BSNL যাতে বেসরকারীকরণ না হয় এবং সেই সঙ্গে কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে খড়গপুর শহরে মিছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও সেক্টর ফেডারেশন

Leave a Reply