নিজস্ব সংবাদদাতা, মালদা :- ইংরেজবাজার পুরসভার সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে সংবর্ধনা জানালো তৃণমূল পরিচালিত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ । সোমবার রাতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের আমজামতলা এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিয়েই কৃষ্ণেন্দু চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানটি পরিচালনা করেন সম্রাট দত্ত শাস্ত্রী । সেখানে উপস্থিত হয়েছিলেন যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের বিশিষ্টজনেরা। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, সংশ্লিষ্ট পুরসভা থেকে পূরনিগম করার সমস্ত রকম উদ্যোগ নেবেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা ভিড় জমান।
ইংরেজবাজার পুরসভার সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরীকে সংবর্ধনা জানালো তৃণমূল পরিচালিত যদুপুর ২ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ ।












Leave a Reply