জোর করে জমি দখলের অভিযোগ কয়েকজন দুষ্কৃতিদের বিরুদ্ধে, বাধা দিতে গেলে হুমকির মুখে তৃণমূল পঞ্চায়েত সদস্যা ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :-ফের জমি দখলের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে , ঘটনাটি ঘটে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া চটকাতলায় , স্থানীয় সূত্রে জানা যায় আজ থেকে প্রায় ১৫ বছর আগে ঐ জমিতে বসবাস করতে এক বৃদ্ধ ,তারপরই তার মৃত্যু হলে জমিটি ফাঁকা পরে থাকে সেই অবস্থায় ঐ এলাকারই বাচ্চারা খেলা করে ঐ জমিতে । হঠাৎই ঐ এলাকার কয়েকজন দুষ্কৃতি (নির্মল বসাক ও সুশান্ত বিশ্বাস ) জমিটি দখল করতে যান , সেই সময় ঐ এলাকার বাসিন্দারা বাঁধা দিতে আসলে বচসা শুরু হয় তাদের মধ্যে ,পরে ঐ এলাকার পঙ্চায়েত সদস্যাকে ঘটনাস্থলে ডাকলে পঙ্চায়েত সদস্যা এবং দুষ্কৃতিদের মধ্যে বচসা শুরু হয় ,হুমকি দেওয়া হয় পঙ্চায়েত সদস্যাকে এমনটাই অভিযোগ ঐ সদস্যার। পরে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করে সদস্যা ।তার পরে কয়েক মাস কেটে গেলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি পুলিশ প্রশাসন । যার কারনেই প্রায় দিনই ঐ দুষ্কৃতিরা জমিটি দখল করার জন্য হামলা চালায় । পুলিশ কে জানালেও কোনো সুরাহা হয়না বলে অভিযোগ গ্রামবাসীদের , তারা জানান নকল দলিল বের করে ঐ দুষ্কৃতিরা এই জমিটি দখল করতে চায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *