নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন। মঙ্গলবার শান্তিপুর ফুলিয়ার ট্রেকার স্ট্যান্ড এলাকায় এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করে ডিওয়াইএফআই কর্মীরা। রক্তদান শিবিরের মধ্য দিয়ে তাদের দাবি, রক্তদান নিয়ে রাজনীতি করছে তৃণমূল ২০১১ সালের পর থেকে রক্তদান শিবির নিয়ে চলতে থাকে টালবাহানা, রক্তদান শিবিরের যতবার ডেট নেওয়া হয়েছে ততোবারই ডেট কেটে দিয়ে বাতিল করে দেওয়া হয়। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সারা বছরই ধারাবাহিকভাবে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই কর্মীরা রক্তদান শিবির করে থাকে, সেখানেও রাজনীতি করছে তৃণমূলের নেতারা। রক্তদান শিবির করতে গিয়ে হতে হয় হয়রানির শিকার, তবে অনেক বাধা অতিক্রম করেও এখনো ধারাবাহিকভাবে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আমরা। এ বছর রক্তদান শিবিরটি ২৩ শে মার্চ ভগৎ সিং এর আত্ম বলিদান দিবস উপলক্ষে করার কথা ছিল। ডেট পাইনি বলে ৫ই এপ্রিল রক্তদান শিবির টি আমরা করছি। ডিওয়াইএফআইএর পক্ষ থেকে জানানো হয়, আজ এই রক্তদান শিবিরে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেছেন, রক্তদাতার সংখ্যা আরো বাড়তে পারে। সকাল থেকেই চলছে আমাদের এই রক্তদান শিবির।
ডিওয়াইএফআই এর উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন।












Leave a Reply