নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বর্তমানে খেলাধুলা শুরু হচ্ছে । দীর্ঘ দুই বছর কোরোনা অবহওয়ে খেলা ধুলা বন্ধ ছিল ।বর্তমানে আবার মাঠ মুখো হচ্ছে কিশোর কিশোরী থেকে শুরু করে অনেকে ।বিশেষ করে সাইক্লিং এর প্রতি আগ্রহী অনেকে ।আগে রানাঘাটের 34 নম্বর জাতীয় সড়কে সাইক্লিং অনুশীলন হতো ।বর্তমানে জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নদীয়া মদনপুরে এই অনুশীলন শুরু হয়েছে ।এই প্রসঙ্গে খেলশ্রী ও বর্তমানে রানাঘাট পৌরসভার স্পোর্টস একাডেমির কোচ অতর আলী কি জানালেন–
জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য নদীয়া মদনপুরে সাইক্লিং এর অনুশীলন শুরু হয়েছে।












Leave a Reply