বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের একটি নামকরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সম্পর্কে আলোচনা সভার আয়োজন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-৭ই এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য দিবস।WHO সংস্থা 1948 সাল থেকে আজকের দিন টি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে আসছে গোটা বিশ্ব জুড়ে। এইদিন মেদিনীপুর শহরের নামকরা এক হাসপাতালে আয়োজন করেছিলেন এক স্বাস্থ্য মূলক আলোচনা সভা। উক্ত সভার শুভ উদ্বোধন করেন মেদিনীপুর শহরের স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া । উপস্থিত ছিলেন সংস্থার ডাইরেক্টর ডাক্তার সন্ধ্যা মণ্ডল ধাড়া এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার রমেন সাহু, সমাজসেবী গোপাল সাহা ও অরুণ বাইরি সহ হাসপাতালের অন্যান্য কর্মী বৃন্দ ও সমাজের নানা স্তরের মানুষ জন ও গ্রামীণ চিকিৎসক বৃন্দ। এবারের WHO এর স্বাস্থ্য দিবসের মুল থিম আওয়ার প্ল্যানেট, আওয়ার হেলথ।
অনুষ্ঠানের শুরুতেই ডাঃ সন্ধ্যা মণ্ডল ধাড়া স্বাস্থ্য নিয়ে আলোচনা করেন ও কি ভাবে সুস্থ থাকা যাবে তা নির্ধারণ করে দেন। সমাজসেবী গোপাল সাহা ওনার বক্তব্যে লক ডাউনের সময় কি ভাবে মানুষজন বেঁচে ছিলেন সেটা ব্যাখ্যা করে তার সাথে স্বাস্থের কি সম্পর্ক সেটা বুঝিয়ে বলেন। ডাক্তার কাঞ্চন কুমার ধাড়া তার বক্তব্যে শুধু শারীরিক সুস্থতা নয় মানসিক ভাবে কি ভাবে সুস্থ থাকতে হবে তা আলোচনা করেন। আজকের অনুষ্ঠান একটি বিশেষ গঠন মূলক অনুষ্ঠান হিসেবে পরিলক্ষিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *