প্রাচীন রীতি মেনেই প্রায় আড়াইশো বছর ধরে চলে আসছে দে পরিবারের বাসন্তী পূজা।

আবদুল হাই, বাঁকুড়াঃ প্রাচীন রীতিনীতি মেনেই আড়াইশো বছর ধরেই কোতুলপুর দে পরিবারের বাসন্তী পুজো চলে আসছে । পূর্বপুরুষরা এই পূজার প্রচলন করেন এই পুজো আরম্ভ থেকেও বেশি প্রাধান্য দেওয়া হয় নিষ্ঠা আচার ভক্তি শ্রদ্ধা এবং পূজা পাঠকেই । কর্মসূত্রে যারা দেশে এবং বিদেশে থাকেন তারাও এই পুজোতে অনেকেই আসেন । এমনকি আমেরিকা এবং জার্মানিতে কর্মরত থাকলেও তারা এই পুজোর সময় অনেকে আসেন ।বিগত বছরে করোনার প্রকটতা থাকার কারণে শুধুমাত্র পুজো কেই প্রাধান্য দিয়েছিল পরিবার কিন্তু এবছর একটু জাকজমকের প্রতি জোর দিয়েছেন পুজো উদ্যোক্তারা । পুজো কয়েকটা দিন সকলে মিলে একত্রিত হয়ে আনন্দে জোয়ারে ভাসে দে পরিবার । ভক্তি নিষ্ঠা অঞ্জলি তার পাশাপাশি মিষ্টিমুখ এবং কুশল বিনিময় সবকিছুই চলে প্রাচীন রীতি মেনেই ।তবে পুজো তে কোনো ঘাটতি রাখতে নারাজ দে পরিবার ।এই পুজো কোতুলপুর এর মধ্যে প্রাচীন বাসন্তী পুজো বলা চলে। বাসন্তী মন্দির এর পাশাপাশি রয়েছে রাধা দামোদর জিও এবং মঙ্গল চন্ডী মাতা তাদেরও প্রত্যহ পুজো হয় । বাসন্তী পূজা আজ সপ্তমী । সর্বোপরি খুশির জোয়ারে কোতুলপুরের দে পরিবারের বাসন্তী পূজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *