মালদা জেলার কালিয়াচক থানার সীমান্তবর্তী অঞ্চল চরিঅনন্তপুরের ঐতিহ্যবাহী মা মহামায়া বা বাসন্তী পুজোর শুভ সূচনা হয়ে গেল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মালদা জেলার কালিয়াচক থানার সীমান্তবর্তী অঞ্চল চরিঅনন্তপুরের ঐতিহ্যবাহী মা মহামায়া বা বাসন্তী পুজোর শুভ সূচনা হয়ে গেল। এলাকার মানুষের কাছে এই মহামায়া খুব জাগ্রত বলে পরিচিত বহু বছর ধরেই। রাজ্য এবং রাজ্যের বাইরেরও বহু মানুষের ঢল নামে। এই পুজো এবং মেলার শুভ সূচনা করেন গোলাপগঞ্জ(golapganj) তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার শ্যামসুন্দর সাহা মহাশয় এবং বিএসএফ কমান্ডার সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গরা। বিগত দুবছর ধরে করোনা কোপে বন্ধ ছিল মেলা কিন্তু এবার বহু মানুষের এই মেলায় আগমন ঘটছে দূর-দূরান্ত থেকে। বিশাল এলাকাজুড়ে বসেছে মেলা, পাঁচদিন ধরে এই বিশাল মেলা চলবে।মালদা জেলার সব থেকে বড়ো মেলা হিসেবে পরিচিত মা মহাময়ার মেলা, আগামী সোমবার প্রযন্ত চলবে মেলা। অন্য দিকে মেলা জুড়ে মালদা জেলার পুলিশ প্রশাসন সহযোগিতা করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *