আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের কাজলি হল্টের বটতলা কালি মন্দির পূজা কমিটির উদ্যোগে শনিবার কাজলি পুল শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে অষ্টমীর স্নানের আয়োজন হয়। জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে এই অষ্টমীর স্নানের আয়োজন করে আসছেন উদ্যোক্তারা। এদিন বটতলা কালী মন্দির পূজা কমিটির তরফে সুধোন চন্দ্র রায় বলেন, “করোনা আবহ কেটে এবার ফের এই অষ্টমীর স্নানের আয়োজন করা হয়েছে, তবে আগের মতো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না বলে জানান তিনি।”
ফালাকাটা ব্লকের কাজলি হল্টের বটতলা কালি মন্দির পূজা কমিটির উদ্যোগে শনিবার কাজলি পুল শ্মশান কালি মন্দির প্রাঙ্গনে অষ্টমীর স্নানের আয়োজন হয়।












Leave a Reply