তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম :- কুণ্ডলডিহি পুকুরিয়া এর অন্নপূর্ণা পূজা ও মেলা এই বছর ৩১তম বছরে পদার্পণ করল । পুজোর থিম তৈরি করা হয়েছে পক্ষীরাজের ঘোড়া । বাজেট প্রাইস পাঁচ লক্ষ টাকা । ঝাড়গ্রাম ব্লকের সাপধরা গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া এলাকার কুণ্ডলডিহি গ্রামের ত্রিনয়নী যুব সংঘ ক্লাবের উদ্যোগে প্রতিবছরই সাড়ম্বরে পূজিত হয় অন্নপূর্ণা পূজা । পুজোকে কেন্দ্র করে চার থেকে পাঁচ দিন ধরে গ্রামবাসীরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠেন । প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রা ও অরগেসটার এর আয়োজন করা হয় । পুজোর উদ্যোক্তা অশোক মাহাতো বলেন, এই বছর আমাদের পুজো ৩১ বছরে পদার্পণ করেছে । গত বছর আমাদের পুজোর থিম ছিল ময়ূর এবারের আমাদের থিম রয়েছে পক্ষীরাজের ঘোড়া । আনুমানিক পাঁচ লক্ষ টাকা বাজেট রয়েছে এই বছর পুজোর এবং প্রায় হাজার লোককে নরনারায়ণ সেবার মাধ্যমে খিচুড়ি খাওয়ানো হয় । দুর্গাপূজার থেকেও বেশি মানুষের সমাগম হয় আমাদের এই পুজোয় ।
ঝাড়গ্রামে অন্নপূর্ণা পুজোর থিম তৈরি হয়েছে পক্ষীরাজের ঘোড়ার আদলে।












Leave a Reply