মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- আজ লালগোলা ব্লকের কুচিডাঙা কদমতলা গ্রামে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় বছর দশেকের দুই বাচ্চা সাগর সেখ ও সুইট সেখ। সুইট সেখের বাড়ি লালগোলা থানার বলরামপুর গ্রামে সে তার নানির বাড়ি বেড়াতে এসেছিলো আজ সকাল 9 টার দিকে কদমতলার সাগর সেখের সাথে মাঠে ঘাস করতে যায়, তারপর 10 টার দিকে বাড়িতে গ্রামে এসে খবর দেয় স্নান করতে গিয়ে নদির জলে তলিয়ে যায়। খবর শুনে ঐ এলাকার শিক্ষক তথা জেলা পরিষদের মেম্বার মোঃ হজরত আলী লালগোলা থানার যোগাযোগ করেন এবং সাথে সাথেই ডুবুরি কে খবর দেওয়া হয়।
আজ লালগোলা ব্লকের কুচিডাঙা কদমতলা গ্রামে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে যায় বছর দশেকের দুই বাচ্চা।












Leave a Reply