উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- মহা নবমী দিনে চার গ্রামের বাসিন্দারা একসঙ্গে হয় বাসন্তী পুজোতে মেতে উঠেছে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর 4 নম্বর উপজেলার গ্রাম পঞ্চায়েতের গ্রামের পুজোর আয়োজন করা হয়। আটঘরা,কুজিয়া, মহাগাও, মুজিয়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে। মায়ের অসীম কৃপা সে কারণেই চার গ্রামের মানুষরা একত্রিত হয়ে বাসন্তী পুজো করেন প্রতিবছর। এবারও কোন খামতি নেই। বিগত করণা মহামারীর কারণে ভক্তরা একত্রিত হয়ে মায়ের কাছে পুজো দিতে না পারায় কিছুটা হলেও দুঃখ মনে ছিল। কিন্তু অনেকটাই করোনা মহামারীতে কাটিয়ে উঠে এবারের বাসন্তী পুজো তে সার গ্রামের মানুষরা একত্রিত হয়ে এই পূজার তারা করেন। প্রচুর মানুষের সমাগম হয় এই পুজোতে আশেপাশের বহু জায়গা থেকেও ভক্তরা আসে মায়ের কাছে প্রার্থনা করতে। মায়ের অসীম কৃপা মায়ের কাছে যা মনস্কামনা করা যায় তাই পূরণ হয় এমনই কথা জানান ভক্তরা ও কমিটির পক্ষ থেকে। পূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন প্রভাস সরকার বিবেক রায় সহ অন্যান্য সদস্যবৃন্দরা।
মহা নবমী দিনে চার গ্রামের বাসিন্দারা একসঙ্গে হয় বাসন্তী পুজোতে মেতে উঠেছে।












Leave a Reply