দেবাদিদেব কে তুষ্ট করতে প্রখর দাবদাহকে উপেক্ষা করে তারকেশ্বর থেকে জল আনার লম্বা লাইন মহিলাদের।

আবদুল হাই, বাঁকুড়াঃ কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, শেষ পর্বটি চৈত্রের দাবদাহে পুড়তে পুড়তেই কিন্তু বাঙালির বিশ্বাসের কাছে ঝড়-বৃষ্টির তাপ কোন কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। চৈত্র মাসের শেষ সপ্তাহে এসে রবিকরের প্রখর দাবদাহে যখন পুড়ছে মাঠ ঘাট, গলি পথ থেকে রাজপথ তখন সুদূর তারকেশ্বর থেকে জল নিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুরে পৌঁছালো কয়েকশো মহিলা পুরুষ, উদ্দেশ্য দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে চৈত্রের দাবদাহ এবং সকল রোগ থেকে মুক্তি কামনা সাথে সাথে সকল মানুষের মঙ্গল পার্থনা করা।
প্রচলিত বিশ্বাস দেব দেবীদের তুষ্ট করতে পারলেই মঙ্গল হয় সকল মানুষের, রক্ষা পায় যে কোনো বিপদ থেকে আর সেই বিশ্বাস থেকেই যেকোনো উৎসব স্থলকে আপামর বাঙালি আজো করে তুলে সকল ধর্মের মিলনের তীর্থভূমিতে।
তাপস বাগ্দী নামে এক ব্যক্তি বলেন, এলাকার সকল মানুষের মঙ্গল কামনার জন্যই তারকেশ্বর থেকে জল এনে শিবের মাথায় ঢাললাম।
হ্যাঁ এই হলো বাঙালির সংস্কৃতি। নিজের এবং অপরের মঙ্গলের জন্য নিজে যেকোনো কষ্টকে অতি সহজেই অবহেলা করতে পারে। ভগবানকে তুষ্ট করতে তাই তারকেশ্বর থেকে জল এনে বাবার মাথায় ঢেলে কামনা করলেন এলাকার সকল মানুষের সুস্থ জীবনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *