উত্তরবঙ্গের পর্যটকদের জন্য খুশির খবর, নববর্ষের আগে লাভা-রিশপ-পেডং চালু হল এনবিএসটিসি বাস পরিষেবা।

মনিরুল হক, কোচবিহারঃ উত্তরবঙ্গের পর্যটকদের জন্য খুশির খবর! বাংলা নববর্ষের আগে সাধারণ মানুষের জন্য পুনরায় সবুজের পথে হাতছানি বাস চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার ডিপোর সামনে থেকে এই বাস পরিষেবার শুভ উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার আধিকারিকরা।
জানা গেছে, সবুজের পথে হাতছানির মধ্য দিয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সাধারণ মানুষের ঘোরার জন্য বাস পরিষেবা চালু করেছিল। যা সাধারণ মানুষ মনোরম পরিবেশে থেকে আনন্দ নিতে পারেন। তবে করোনার কারণে মাঝে সেই পরিষেবাটি বন্ধ রেখেছিল সংস্থা। তবে এই পরিষেবায় অনেকটাই লাভ বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। তাই পরিস্থিতি স্বাভাবিক হতেই পুনরায় সবুজের পথে হাতছানি চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। এদিন থেকে নতুন আরেকটি রুটে লাভা পেডং লোলেগাঁও দু রাত তিন দিনের এই পরিষেবাটিও চালু করা হল। যার বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।
এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, “সবুজের পথে হাতছানি দীর্ঘদিন ধরেই চলছে। আজ এই প্রকল্পে নতুন রুট চালু করলাম। কোচবিহার-লাভা-রিশপ-পেডং ২ রাত ৩ দিনের প্যাকেজ। খরচ পড়বে ৭০০০ টাকা।”
তিনি আরও বলেন, “সবুজের পথে হাতছানি বেশ লাভজনক। ৮টি ট্রিপে লক্ষাধিক টাকা লাভ হয়েছে। কোচবিহার-লাভা-রিশপ-পেডং রুটেও ইতিমধ্যে বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামীকাল মেডিক্যাল পড়ুয়ারা যাচ্ছে।”
শুধু কোচবিহার-লাভা-রিশপ-পেডং রুট নয়, এদিন কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ রুটেও সরকারি বাস পরিষেবা চালু করলেন পার্থ প্রতিম রায়। তিনি বলেন, “বক্সিরহাট-কোচবিহার রুটে সরকারি বাস ছিল না। অনেক আগে চলত। প্রায় ১০-১৫ বছর চলত। আগামী কাল থেকে কোচবিহার-বক্সিরহাট ভায়া তুফানগঞ্জ ও বক্সিরহাট-কোচবিহার ভায়া তুফানগঞ্জ বাস চলবে। ৩টি করে মোট ৬টি ট্রিপ হবে।”
এই রুটেও আয় হবে বলে আশাবাদী সংস্থার চেয়ারম্যান বলেন, “বর্তমানে ১৮ কোটি টাকা খরচ হলে সংস্থার আয় হচ্ছে ১৬ কোটি টাকা। সংস্থার আয় যেভাবে বাড়ছে তাতে পুজোর আগেই এই ঘাটতি পূরণ হয়ে যাবে বলে আশা করছি।”
অন্যদিকে, মুখ্যমন্ত্রী যে হেরিটেজ রোড সেই হেরিটেজ রোডের মাধ্যমে কোচবিহার থেকে বারোবিসা বাস পরিষেবা গত ৩০ নভেম্বর চালু করেছিল পরিবহন সংস্থা। মাঝে একটি ব্রিজের কাজ অর্ধসমাপ্ত থাকায় বন্ধ করে দেওয়া হয়। তবে ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে, পুনরায় সেই পরিষেবাটি চালু করা হয়েছে বলে জানান চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *