পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবারও দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার রানি সরাই এলাকার নেকুড়শ্রেণিতে। মারুতি গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন এক বাইক আরোহী।ঘটনায় জানা যায় বেলদা দাঁতন গামী ষাট নম্বর জাতীয় সড়কে বাইকে করে যাচ্ছিলেন শিবশঙ্কর মাহালি।সেই সময় দ্রুতগতিতে আসা একটি মারুতি গাড়ি তাকে ধাক্কা মারে।ঘটনাস্থলে গুরুতর জখম হন শিবশঙ্কর মাহালি।খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানার পুলিশ প্রশাসন।গুরুতর আহত শিবশঙ্কর মাহালিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বেলদা গ্রামীন হসপিটালে।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ উঠে যায়।প্রসঙ্গত আজ এই দুর্ঘটনার আগে উক্ত থানা এলাকার আসদাতে একটি দুর্ঘটনা ঘটেছিল।তবে সে ক্ষেত্রে কেউ প্রাণে মারা না গেলেও।আহত হয়েছিলেন দুই জন।একই দিনে একই থানা এলাকায় দুইটি দুর্ঘটনা ঘটায় স্বাভাবিক কারণে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।যানবাহনের গতির দিকে নজর দিক পুলিশ প্রশাসন এই দাবিও উঠছে এলাকাবাসীর পক্ষ থেকে ।
আবারও দুর্ঘটনা বেলদা থানার রানী সরাইতে, প্রাণ গেল বাইক আরোহীর।

Leave a Reply