আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার বিষ্ণুপুরে হদিশ মিলল জাল নোট তৈরীর কারখানা। জানা গেছে বিষ্ণুপুরের সত্যজিৎ সরনীর একটি স্টুডিওতে ওই জাল নোট তৈরী করা হত। গতকাল রাতে ওই স্টুডিও থেকে প্রচুর উদ্ধার প্রচুর পরিমানে জাল নোট উদ্ধার করা হয়েছে। । আটক করা হয়েছে দুজন কে।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে জয়পুর থানার গোপালনগর এলাকায় জুয়ার একটি আসর থেকে গুরুপদ আচার্য নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে বেশ কিছু জাল নোট উদ্ধার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে বিষ্ণুপুর শহরের সত্যজিৎ সরণীর একটি স্টুডিও ও জেরক্সের দোকানে জাল নোটের কারখানার হদিশ পায়। সেখান থেকে একটি প্রিন্টার সহ লক্ষাধিক টাকার জালনোট উদ্ধার করে পুলিশ।
Leave a Reply