পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:– ৩ রা জুন অর্থাৎ শুক্রবার বিশ্ব সাইকেল দিবস।আর এই বিশেষদিনে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রামে নেহেরু যুব কেন্দ্র তমলুকের পক্ষ থেকে পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়। এই দিন পুলশিটা থেকে স্থানীয় কয়েকটি গ্রাম জুড়ে এই সচেতনতার র্যালি করা হয়। মূলত সাইকেল দিবসে দুটি বিষয় সচেতনতার বার্তা দেওয়া হয়, প্রথমত সাইকেল চালালে শরীরে ব্যয়ামের কাজ ঘটবে, এর ফলে মানুষের শারীরিক উপকার ঘটবে। অন্য দিকে সাইকেল চাপলে পরিবেশের পক্ষেও ভালো।পরিবেশ বান্ধব সাইকেলে বেশী পরিমান চড়লে পরিবেশে তেল সঞ্চয় ঘটবে। এই দিন নেহেরু যুব কেন্দ্রের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।
কোলাঘাটের পুলশিটায় বিশ্ব বাইসাইকেল দিবস পালন।

Leave a Reply