ডোমকল ভৈরব নদীর ফতেপুর ও সুন্দলপুর ঘটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক।

0
221

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ডোমকল ভৈরব নদীর ফতেপুর ও সুন্দলপুর ঘটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই যুবক। বুধবার দুপুরে নাগাদ ডোমকল থেকে চারজন যুবক দুটি বাইকে করে স্নান করতে এসে তলিয়ে যায় কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় উদ্ধার হয় দুজনের মৃতদেহ । মৃত দুজনের নাম রিজুয়ান আনসারী ও নয়ন আনসারী , তাদের বাড়ি ডোমকল বাবলা বোনা গ্রামে। স্নান করতে নেমে তারা জলে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হরিহরপাড়ার বিডিও ,ডোমকল থানা ও হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।