পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ২০২২ -২৩ এর কেন্দ্রীয় বাজেটে রেলওয়ে ইউনিয়নের তরফ থেকে ওয়ান স্টেশন ওয়ান প্রডাক্ট পরিকল্পনার একটি স্কিম চালুর কথা উল্লেখ করা হয়। যার ভিত্তিতে বুধবার পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের মেছাদা রেলওয় স্টেশনে টিকিট কাউন্টারের সামনে উদ্বোধন করা হলো “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট” পরিকল্পনায় পটচিত্রের একটি স্টল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেচেদা রেলওয়ে স্টেশনের (কমার্শিয়াল ইন্সপেক্টর) বিবেক কুমার, (কমার্শিয়াল সুপারভাইজার ) চয়নিকা চট্টোপাধ্যায়, স্টেশন ম্যানেজার কৃপাসিন্ধু বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। এই স্টল আপাদত ১৫ দিনের জন্য ট্রায়াল’ চলবে, কেনাবেচা ভালো চললে এই পটচিত্রের স্টলটি চিরস্থায়ী করার চিন্তাধারা নিবেন রেলকর্তৃপক্ষ । এই বিষয়ে প্রতিক্রিয়া দেন(কমার্শিয়াল সুপারভাইজার ) চয়নিকা চট্টোপাধ্যায়। এদিন তিনি বলেন যেহেতু মেচেদা রেল স্টেশনে সাধারণ মানুষের আনাগোনা বেশি, বহু মানুষ এমন রয়েছেন তারা বাড়ি সাজাতে ভালোবাসেন সেই দিকটা লক্ষ্য রেখেই আমাদের এই উদ্যোগ।
মেচেদা স্টেশন উদ্বোধন করা হলো “ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট”।

Leave a Reply