পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দেড় হাজার বছরের প্রাচীন মোঘলমারি বৌদ্ধবিহারের জমি সংক্রান্ত কাগজ আজ হস্তান্তর করা হয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের
কার্যালয়ে, অতিরিক্ত জেলাশাসক(ভূমি) সুমন সৌরভ মহান্তি এবং জেলাশাসক ডাক্তার রশ্মি কমল, জমির মালিকানা সংক্রান্ত দলিল দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান এবং দাঁতনের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে তুলে দেন।
উল্লেখ্য, মোঘলমারি বৌদ্ধবিহার সংলগ্ন এলাকার জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যা থাকায় এখানকার উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছিল বলে জেলাশাসক জানিয়েছেন। তাই সেই জমি সংক্রান্ত ভুল সংশোধন করে আজ জমির দলিলিপত্র প্রশাসনের তৈরি করা নির্দিষ্ট কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গেই জেলাশাসক জানান, দাঁতনের আরো কয়েকটি পর্যটন কেন্দ্র কে একসাথে নিয়ে একটি সার্কিট ট্যুরিজম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দেড় হাজার বছরের প্রাচীন মোঘলমারি বৌদ্ধবিহারের জমি সংক্রান্ত কাগজ আজ হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply