পাঁশকুড়া পৌরসভার CMM ও DEO পদে নিয়োগের দুর্নীতির অভিযোগ,পড়লো লিফলেট।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  গত কয়েকদিন আগে প্রাইমারীতে টাকার বিনিময়ে চাকরী করে চাকরী খুয়েছেন ২৬৯ জন। তারই মাঝে টাকার বিনিময়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পৌরসভার CMM ও DEO পদে নিয়োগের অভিযোগ উঠল। এই অভিযোগকে সামনে রেখে পাঁশকুড়া পৌরসভার বিভিন্ন জায়গায় পড়ল লিফলেট। আগামী কাল রয়েছে ওই দুটি পদে রয়েছে পরীক্ষা। তার আগেই এই ভাবে লিফলেট ছড়ে রয়েছে পুরো এলাকায়।লিফলেটে লেখা রয়েছে CMM পদে প্রয়াস বর ও DEO পদে মিউনিসিপ্যালটির কর্মরত ITO কর্মচারী সৈকত দাসকে নেওয়া হবে। সৈকত দাস এর চাকরি হয়ে গেলে তার ITO দপ্তরে নন্দ বাবুর ঘনিষ্ঠ প্রতাপপুরের সুদীপ চক্রবর্তী কে নেওয়া হবে ঠিক হয়েছে।চাকরীর জন‍্য দিতে হবে ২০,১৫,১০ লক্ষ টাকা‌। লিফলেটে প্রশ্ন করা হয়েছে বেকার ছেলেদের হায়রানি করার জন‍্য কেনো ডাকা হয়েছে? চাকরী তো কে পাবে তা ঠিক হয়েই আছে। যদিও যাদের নাম কে লিফলেটে চাকরী পেয়েছে উল্লেখ করা হয়েছে অর্থাৎ প্রয়াস বর ও সৈকত দাস, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেনি বার বার ফোন করলেও ফোন ধরেননি তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *